আগস্ট, ১৯৭১; বাংলার মাটিতে যুদ্ধ চলছে পুরোদমে! স্থলভাগে মুক্তিফৌজের হাতে নাজেহাল হানাদারদের ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে আকাশপথে রসদের যোগান। একমাত্র ভরসা জলপথ! বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো ১৬ই আগস্টের দিবাগত রাত, গর্জে উঠতে লাগলো বিস্ফোরণের হুঙ্কার! সলিলসমাধি হলো নৌযান ও হাজার হাজার টন বারুদ-অস্ত্রাদির।
জেনে গেল পুরো বিশ্ব, পূর্ব পাকিস্তানে আদতে সব ঠিক নেই। হানাদারদের মনোবলে চিড় ধরিয়ে দিলেন বুকে মাইনবেঁধে আত্মঘাতী মিশনে অংশ নেয়া বাংলার কিছু নৌ-কমান্ডো! সাহসিকতা ও বীরত্বে রচনা হলো মুক্তিযুদ্ধের এক নতুন অধ্যায়ের- অপারেশন জ্যাকপট ১৯৭১!
comments (0)